Amazon Festival Sale:৩৬,০০০ টাকা কম, Samsung Galaxy S20 FE 5G-তে দারুণ অফার
Amazon Festival Sale: আপনি যদি কম দামে ভালো 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে অ্যামাজনে আকর্ষক অফার দেখতে পারেন। এই ডিলে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে ই-কমার্স সাইট।
Amazon Festival Sale: দেরি করলে সুযোগ হাতছাড়া হবে আপনার। অ্যামাজনের সেলে ৩৬,০০০ টাকা কমে পাবেন Samsung Galaxy S20 FE 5G। যা এক কথায় বাম্পার অফার।
অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল
Samsung Galaxy S20 FE 5G-এর দাম
আপনি যদি কম দামে ভালো 5G স্মার্টফোন কিনতে চান, তাহলে অ্যামাজনে আকর্ষক অফার দেখতে পারেন। এই ডিলে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে এই ই-কমার্স সাইট। 74,999 টাকার এই ফোন এখন অ্যামাজনের সেলে পাবেন 38,490 টাকায়।36,509 টাকার বিশাল ছাড় দেওয়া হচ্ছে ফোনে।
Samsung Galaxy S20 FE 5G-এর দাম স্পেসিফিকেশন
স্যামসাং গ্যালাক্সি এস 20 এফই 5জি স্মার্টফোনে রয়েছে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ইনফিনিটি-ও ডিসপ্লে। যাতে 120Hz রিফ্রেশ রেট দিয়েছে কোম্পানি। এই ফোন অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমে চলে। ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর। এতে 8GB র্যাম ও 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যায়।
এই লিঙ্কে ক্লিক করে জানুন Samsung Galaxy S20 FE 5G -র অফার
Samsung Galaxy S20 FE 5G-এর ক্যামেরা সেটআপ
S20FE-তে রয়েছে ট্রিপল-ক্যামেরা সেটআপ। যার মধ্যে আপনি পাবেন 12 এমপি ওয়াইড এঙ্গেল লেন্স, 12 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 8 এমপি টেলিফোটো লেন্স। এই ফোনে সেলফির জন্য দেওয়া হয়েছে 32 মেগাপিক্সেলের পাঞ্চ-হোল ক্যামেরা।ফোনে একটি ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও IP68 জল-প্রতিরোধী ক্ষমতা রয়েছে ফোনের।
Samsung Galaxy S20 FE 5G-এর ব্যাটারি
স্যামসাং গ্যালাক্সি এস 20 এফই 5জি স্মার্টফোনে পাওয়ারের জন্য রয়েছে 4,500mAh ব্যাটারি। যা 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কানেকশনের জন্য ফোনে ওয়াই-ফাই, ব্লুটুথ ও জিপিএস-এর মতো বৈশিষ্ট্য রয়েছে। স্যামসাং-এর এই ফোন ক্লাউড নেভি, ক্লাউড মিন্ট ও ক্লাউন ল্যাভেন্ডার রঙে পাওয়া যায়।
আরও পড়ুন : অ্যামাজনের সেলে কত দামে পাওয়া যাচ্ছে OnePlus Bullets Wireless Z Bass Edition ?
আরও পড়ুন : Amazon Navratri Sale: ফিটনেসের সরঞ্জামে ৫০শতাংশ ছাড়, অ্যামাজনের সেলে দারুণ অফার
আরও পড়ুন : Amazon Navratri Sale: স্মার্টফোনে পাবেন বছরের সস্তা ডিল, জেনে নিন সেরা ৫ ফোনের দাম
আরও পড়ুন : Amazon Navratri Sale: অ্যামাজন নবরাত্রি সেলে দারুণ অফার, ২০০০টাকার মধ্যে পাবেন স্মার্ট ফিটনেস ট্র্যাকার