Vivo Phones: অনেক বেশি র্যাম-স্টোরেজ নিয়ে ভারতে হাজির ভিভোর 'এলিট এডিশন' ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Vivo V50 Elite Edition: ভিভো ভি৫০ এলিট এডিশনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪১,৯৯৯ টাকা। Rose Red রঙে লঞ্চ হয়েছে এই মডেল।

Vivo Phones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ভি৫০ এলিট এডিশন (Vivo V50 Elite Edition)। এই ফোনের সঙ্গেই বক্সের ভিতর পাওয়া যাচ্ছে ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও ৩ই ইয়ারফোন। এই ইয়ারফোন ভারতে লঞ্চ হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৪ সালের অগস্ট মাসে। এলিট এডিশনের ফোনে রয়েছে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। স্ট্যান্ডার্ড ভিভো ভি৫০ ফোনের মতো একই ডিজাইন এবং স্পেসিফিকেশন নিয়ে লঞ্চ হয়েছে ভিভো ভি৫০ এলিট এডিশন। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর ফেব্রুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো ভি৫০ ফোন। এলিট এডিশনের ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট, ৬০০০ এমএএইচ ব্যাটারি, একটি Zeiss সংস্থার ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর, ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট।
ভারতে ভিভো ভি৫০ এলিট এডিশনের দাম কত, কোথা থেকে কেনা যাবে
ভিভো ভি৫০ এলিট এডিশনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৪১,৯৯৯ টাকা। Rose Red রঙে লঞ্চ হয়েছে এই মডেল। অনলাইনে কেনা যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট দুটো ই-কমার্স সংস্থা থেকেই। অফলাইনেও পাওয়া যাবে নির্দিষ্ট রিটেল স্টোর থেকে। এই ফোনের বক্সে যে ইয়ারফোন থাকছে, তা পাওয়া যাবে ডার্ক ইন্ডিগো শেডে।
কী কী অফার থাকছে ক্রেতাদের জন্য, জেনে নিন সবিস্তারে
অনলাইনে ফোন কিনলে ক্রেতারা ৩০০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক পেতে পারেন যদি এইচডিএফসি, এসবিআই কিংবা অ্যাক্সিস ব্যাঙ্কের কার্ড ব্যবহার করে ফোন কেনেন তাহলে। এটা ছাড়াও আপনি পেতে পারেন ৩০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার। এর পাশাপাশি ৬ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন পাওয়া যাবে।
অফলাইন ক্রেতাদের জন্যও থাকছে ৩০০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ডিসকাউন্ট। এক্ষেত্রে ব্যবহার করতে হবে এসবিআই, কোটাক, আমেরিকান এক্সপ্রেস, এইচেসবিসি, ডিবিএস, আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, ববকার্ড এবং ফেডেরাল ব্যাঙ্কের কার্ড। এর পাশাপাশি অফলাইনে ফোন কেনার সময় ক্রেতারা ভিভো সংস্থার ভি আপগ্রেড প্রোগ্রামের আওতায় ৩০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস পেতে পারেন।
স্ট্যান্ডার্ড ভিভো ভি৫০ ফোনের ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম ছিল ৪০,৯৯৯ টাকা। এছাড়াও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ছিল ৩৬,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ছিল ৩৪,৯৯৯ টাকা। আর ভিভো ট্রু ওয়্যারলেস স্টিরিও ৩এ ইয়ারফোনের দাম লঞ্চের সময় ছিল ১৮৯৯ টাকা।






















