প্রার্থীতালিকা প্রকাশ হতেই জেলায় জেলায় তৃণমূল সমর্থকদের বিক্ষোভ
আগামী বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এরপরই নানা জায়গায় দলের অন্দরে অসন্তোষ দেখা দিয়েছে। ভাঙড়ে এবার টিকিট পাননি আরাবুল ইসলাম (Ararbul Islam)। এই খবর জানার পরই ফেসবুকে আরাবুল লিখেছিলেন, ‘দলে আজকে আমার প্রয়োজন ফুরলো।’ এরপরই আরাবুল টিকিট না পাওয়ায় তাঁর আক্ষেপের কথা জানাতে গিয়ে কেঁদে ফেললেন। বললেন, এই দলটাকে বুকে আঁকড়ে সাধারণ মানুষের পাশে থেকে রাজনীতি করেছি। ভাঙড়ের মানুষের পাশে থেকেছি। এখন ভাঙড়ের মানুষ যা বলবেন, আমি তাই করব। আরাবুলের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। অন্যদিকে, রফিকুর রহমান টিকিট না পাওয়ায় আমডাঙায় তৃণমূল কর্মীদের একাংশের পথ অবরোধ। ৩৪ নম্বর জাতীয় সড়কে বিপর্যস্ত হয়ে পড়ে যান চলাচল। বসিরহাট উত্তরে এটিএম আব্দুল্লাকে টিকিট না দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভ দেখান অনুগামীরা। টাকি রোডে পথ অবরোধ করেন তৃণমূল (TMC) সমর্থকরা। বিধানসভা ভোটে ২৯১টি আসনে তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী। ভবানীপুরে প্রার্থী হচ্ছেন শোভনদেব চট্টোপাধ্যায়। বেহালা পূর্ব কেন্দ্রে রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে শাসক দল। এই প্রসঙ্গে শোভন চট্টোপাধ্যায় বলেন, 'উনি আমার পরিচয় নিয়ে বেহালা পূর্বে গিয়ে প্রচার করবেন তা যেন না হয়। আমি বেহালা পূর্ব থেকেই নির্বাচনে লড়তে চাই। দল আমাকে প্রার্থী করলে ওনার বিরুদ্ধে লড়ব। ওনার মস্তিস্কে সমস্যা প্রমাণিত। তাই উনি বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন কি না তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে।' বিধানসভা ভোটে তৃণমূলের তালিকায় একাধিক তারকা। ব্যারাকপুরে রাজ চক্রবর্তী, আসানসোল দক্ষিণে সায়নী, রাজারহাট-গোপালপুরে অদিতি মুন্সি, কৃষ্ণনগর উত্তরে কৌশানি। বারাসাতে ফের তৃণমূল প্রার্থী চিরঞ্জিত। রায়গঞ্জে টিকিট পেলেন না দেবশ্রী। বাঁকুড়া থেকে ভোটে লড়ছেন সায়ন্তিকা। উত্তরপাড়ায় কাঞ্চন মল্লিক, চন্ডীপুরে প্রার্থী সোহম।