ফিল্মস্টার: ‘ফৌজি কলিং’-এর প্রচারে কলকাতায় শরমন জোশী, অনুরাগ কাশ্যপের ছবিতে শাশ্বত চট্টোপাধ্যায়
রবীন্দ্রসঙ্গীতের রেকর্ডিংয়ে গার্গী রায়চৌধুরী। গৌতম ঘোষের আগামী স্বল্পদৈর্ঘ্যের ছবির জন্য দুটি রবীন্দ্রসঙ্গীত গাইলেন গার্গী। ছবির বিষয়বস্তু নিয়ে এবিপি আনন্দর দর্শকদের জানালেন পরিচালক ও অভিনেত্রী।
‘ফৌজি কলিং’-এর প্রচারে শহরে এলেন শরমন যোশী ও বিদিতা বাগ। ছবির গল্প নিয়ে আলোচনার পাশাপাশি এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল দুই তারকার খুনসুটির মুহূর্তও।
প্রকাশ্যে এল ‘মুম্বই সাগা’-র ট্রেলার। অলৌকিক দেশাই-এর পরিচালনায় আগামী ছবি ‘সীতা : দ্য ইনকার্নেশন’-এর ঘোষণা। অনুরাগ কাশ্যপের ছবি ‘দোবারা’-র শ্যুটিংয়ে যোগ দিলেন শাশ্বত চট্টোপাধ্যায়। রাম মাধবানীর পরিচালনায় শীঘ্রই শুরু হবে ‘আরিয়া টু’-র শ্যুটিং। প্রকাশ্যে রাজকুমার জাহ্নবী কপূর অভিনীত ‘রুহি’-র নতুন গান। সান্য মালহোত্রর আগামী ছবি ‘পাগলেইট’-এর টিজার এল প্রকাশ্যে। বিনোদন দুনিয়ার নানা খবর দেখে নেওয়া যাক ফিল্মি ফটাফটে।