এক্সপ্লোর
Filmstar : নেটফ্লিক্সে শনিবার মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ 'কোহরা'
পঞ্জাবে এসে বিয়ের আগে খুন হয়ে গেলেন একজন এনআরআই। তারপরই তাঁর পরিবারের মানুষগুলোর সম্পর্ক ঢেকে গেল রহস্যের কুয়াশায়। নেটফ্লিক্সে শনিবার মুক্তি পেতে চলেছে ওয়েব সিরিজ কোহরা।
২৭ জুলাই আবার নতুন সিরিজে নতুন কাহিনির চমক নিয়ে আসছেন বিজয় বর্মা। বলা যায়, ২০২৩-এ বিজয় বর্মার রিলিজের রেলগাড়ি ছুটছে যেন।
এদিকে আজই কাজল ও যিশু সেনগুপ্তর সিরিজ দ্য ট্রায়াল মুক্তি পেয়েছে। আর এই সিরিজ নিয়েই মুখ খুলেছেন অজয় দেবগন।
স্বস্তিকা মুখোপাধ্যায় আর টোটা রায়চৌধুরীর সিরিজ নিখোঁজ-এর গান নিয়ে হাজির হয়েছেন রূপম ইসলাম। বিনোদন দুনিয়ায় আরও কত খবর রয়েছে। সেরা খবরগুলোয় চলুন, চোখ রাখা যাক।






























