ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৬.১১.২৫) পর্ব ১ : SIR নিয়ে মামলা, নির্বাচন কমিশনের হলফনামা তলব হাইকোর্টের
Ghanta Khanek Sange Suman: SIR নিয়ে মামলা, এবার নির্বাচন কমিশনের হলফনামা চাইল হাইকোর্ট। BLO-দের নিরাপত্তা রাজ্যের ওপরই ছাড়লেন বিচারপতি। 'অনুপ্রবেশকারীদের বাঁচাতে দেদার বার্থ সার্টিফিকেট বিলি'। পুরসভার বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু, অভিযোগ ওড়ালেন মেয়র, ডেপুটি মেয়র। SIR-এর পর বিহারে প্রথম নির্বাচন, প্রথম দফাতেই রেকর্ড ভোট । বিহারে ভোটের শুরতেই অশান্তি, আক্রান্ত উপ-মুখ্যমন্ত্রীর কনভয়। তৃণমূলকে হারানোর হুমকি তৃণমূলেরই বিধায়ক হুমায়ুন কবীরের। 'তৃণমূলকে বিজেপি হারাতে চায় কি না, এটাই প্রশ্ন', বিস্ফোরক অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও খবর...
২০০২ সালের তথ্যের ভিত্তিতেই কেন SIR? নির্বাচন কমিশনের হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট
ভোটার তালিকায় নিবিড় সংশোধন, অর্থাৎ SIR নিয়ে মামলায় এবার নির্বাচন কমিশনের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ১৯ নভেম্বরের মধ্যে হলফনামা জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে কমিশনকে। কেন ২০০২ সালের তথ্যের ভিত্তিতে SIR হবে, কেন ২০২৫ সালের তথ্যের ভিত্তিতে হবে না, সেই মর্মে আদালতে সওয়াল করেন মামলাকারীর আইনজীবী। সেই নিয়েই কমিশনের হলফনামা চাইল আদালত। (SIR in West Bengal)






























