ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২৪): একুশের মঞ্চ থেকে মমতার শুদ্ধিকরণ-বার্তা পৌঁছবে নেতাদের কানে?
Ghantakhanek Sange Suman: "অন্যায় করলে তৃণমূলকেও ছাড়ি না"। একুশের মঞ্চ থেকে মমতার শুদ্ধিকরণ-বার্তা পৌঁছবে নেতাদের কানে? "দেড় মাস পর্যালোচনা করেছি, তিনমাসে ফল দেখবেন," এবার অভিষেকের কোপে দলের কারা? "দিলীপ-সুকান্তর থেকে বড় নেতা শুভেন্দু, ১০-এ ৯ পাবেন"। নেতা হিসেবে ফের শুভেন্দুকে সার্টিফিকেট কুণালের। ২১ জুলাই মঞ্চে ডাক পেলেন না শোভন। "দিদির সঙ্গে কথা বলেছি' বললেই তৃণমূলে ফেরা যায় না," সাফ জানালেন জয়প্রকাশ। সুপ্রিম কোর্টের রায়ের পরও থমথমে বাংলাদেশ। ফিরে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন শিক্ষাবিদ থেকে ছাত্ররা।
"এখন থেকে মনে রাখবেন, আমাদের এটা শপথ নেওয়ার দিন আজকে। দুর্নীতির সঙ্গে আপোস নয়।" এবার একুশে জুলাইয়ের মঞ্চ থেকে, এই বার্তা দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। যদিও, বাস্তবে দেখা গেছে, এই মমতা বন্দ্য়োপাধ্য়ায়ই দুর্নীতির অভিযোগ ওঠার পরও অনুব্রত মণ্ডল থেকে জ্য়োতিপ্রিয় মল্লিকের পাশে দাঁড়িয়েছেন। সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত, তৃণমূল নেতাদের পাশে দাঁড়িয়ে পথে নেমেছিলেন। নারদকাণ্ডে ফিরহাদ হাকিম, মদন মিত্ররা সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর, নিজাম প্য়ালেসে ছুটে গেছেন।