GhantaKhanek Sange Suman(০৯.০৯.২৫)পর্ব ১: গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল, পালালেন প্রধানমন্ত্রী | ABP Ananda LIVE
Ghanta Khanek Sange Suman : এভারেস্টের দেশে ক্ষোভের পাহাড়, গণবিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। সেনাকপ্টারে পালালেন প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী-বিদেশমন্ত্রীকে রাস্তায় ফেলে মার। প্রধানমন্ত্রীর বাড়ি, সংসদ, সুপ্রিম কোর্ট থেকে জাতীয় ব্যাঙ্কে ভাঙচুর-আগুন। দেশ ছাড়ার চেষ্টা মন্ত্রীদের, বন্ধ বিমানবন্দর, জ্বলছে রানওয়ে, পাহারায় GEN-Z।গণবিক্ষোভের মুখে মন্ত্রীদের নিরাপত্তা থেকে কার্যত হাত তুলে নিল সেনা-পুলিশ। মন্ত্রীর বাড়ি থেকে বিক্ষোভকারীদের দিকে উড়ে এল তাড়া-তাড়া নোট! শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল -- গণঅভ্যুত্থানে ৩ বছরে ৩ প্রতিবেশী দেশে পালাবদল। বন্ধ সীমান্ত, সার-সার দাঁড়িয়ে মালভর্তি ট্রাক, আতঙ্কে ফিরছেন চালকরা, বন্ধ বাসও। অশান্ত নেপাল, গুরুত্ব বাড়ছে ইস্টার্ন কমান্ডের, সোমবার ফোর্ট উইলিয়মে নরেন্দ্র মোদি, রাজনাথ সিং, অজিত ডোভাল।
আরও খবর...
নেপালের আঁচ ভারতে, বন্ধ বিহারের রক্সৌল সীমান্ত । ওপারে নেপালের বীরগঞ্জ, সকাল থেকে দলে দলে ফিরছেন ভারতীয় পর্যটকরা । কেউ হেঁটে, কেউ বাসে, কেউ আবার ঘোড়ার গাড়ি করে ভাড়া করে ফিরে আসছেন
ভারতের দিক থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না । গতকাল বীরগঞ্জে অনেক সরকারি ভবনে আগুন লাগিয়ে দেওয়া হয় । কার্ফু জারি করা হয়েছে, পরিস্থিতির অবনতিতে তড়িঘড়ি ফিরে আসছেন ভারতীয়রা
সতর্কতা এপারেও, SSB-র তরফে ব্যাগপত্র তল্লাশি করে, পরিচয়পত্র পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে । নেপালের দিকেও সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে । ভারত থেকে শুধুমাত্র নেপালের নাগরিকদের ওপারে যেতে দেওয়া হচ্ছে






























