ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৩.১১.২৫)পর্ব ২: এবার ৩৫১২ জন 'দাগি' শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করল SSC
Ghantakhanek Sange Suman: সুপ্রিম কোর্টের নির্দেশে 'দাগি' শিক্ষকদের নামের তালিকা প্রকাশের পর, এবার, 'দাগি' শিক্ষাকর্মীদের নামের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। ২০১৬-র SSC-র গ্রুপ C ও গ্রুপ D নিয়োগ দুর্নীতি মামলায় ৩ হাজার ৫১২ জন দাগি শিক্ষাকর্মীর নামের তালিকা প্রকাশ করা হল।
সরকারি পদপ্রাপ্তির পর তৃণমূলে ঘর ওয়াপসি শোভন চট্টোপাধ্যায়ের । দল বাছার অধিকার সবার আছে', বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । শোভনের কোনও গ্রহণযোগ্যতাই নেই', আক্রমণে বিজেপি । এনুমারেশন ফর্ম হাতে পেলেন BLO-রা, কাল থেকে বাড়ি-বাড়ি বিলি । SIR-আবহে এবার ডানকুনিতে মৃত্যু নিয়ে তৃণমূল-বিজেপি চাপানউতোর । কাল কলকাতায় মিছিলে মুখ্যমন্ত্রী-অভিষেক, কোর্টের অনুমতি নিয়ে কালই সোদপুরে শুভেন্দু । SIR-আবহে বাংলাদেশে ফেরার হিড়িক! ৩ দিনে শুধু স্বরূপনগরেই গ্রেফতার ৮৪ । জগৎসভায় শ্রেষ্ঠ ভারতের মেয়েরা, এবিপি আনন্দে এক্সক্লুসিভ বিশ্বজয়ী রিচার পরিবার
All Shows






























