Swargorom Plus :কাকদ্বীপে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের ঘটনায়,তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করতেন আক্রান্ত শিক্ষক
ABP Ananda LIVE: কাকদ্বীপে বীরেন্দ্র বিদ্যানিকেতনে স্কুলের মধ্যে পড়ুয়াদের সামনেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধর। তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা মিলনকান্তি পালের। ১ জন শিক্ষককে স্কুলে মারধর করা হল, সিসিটিভি মুছে দেওয়া হল, তারপরেও লঘু ধারায় মামলা ? কেন পুলিশ-শাসক দলের ঘনিষ্ঠ পরিচালন কমিটির প্রেসিডেন্টের বিরুদ্ধে লঘু ধারা? প্রশ্ন তুলে হাইকোর্টে মামলা। পুলিশ জামিনযোগ্য ধারা দেওয়ায় ২৪ ঘণ্টার মধ্যে জামিন অভিযুক্ত তৃণমূল নেতার। ১ দিনের মধ্যে জামিন তৃণমূল নেতা ও পরিচালন সমিতির সভাপতি ত্রিদিব বারুইয়ের।
স্কুলের মধ্যেই ঘটেছে ন্যাক্কারজনক ঘটনা। পড়ুয়াদের সামনেই সাংঘাতিক হেনস্থা, চরম অপমানের শিকার হয়েছেন ভারপ্রাপ্ত শিক্ষক। প্রকাশ্যে এসেছিল সেই ঘটনার সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা গিয়েছিল, ছাত্রদের সামনেই শিক্ষককে মারধর করা হচ্ছে। করিডর দিয়ে কার্যত হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে মাস্টারমশাইকে। সৌজন্যে স্কুলের পরিচালন সমিতির প্রেসিডেন্ট এবং স্থানীয় পঞ্চায়েতের সদস্য, শাসক দলের এক নেতা। এই ঘটনার পর প্রবল চাপের মুখে অভিযুক্ত ত্রিদিব বারুইকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু ৫টি জামিনযোগ্য ধারায় মামলা দেওয়া হয় তাঁর বিরুদ্ধে। ফলে মাত্র কিছুক্ষণেই শেষ হয়ে যায় শুনানি। আদালতে সওয়াল-জবাব প্রায় হয়নি বললেই চলে। গ্রেফতার হওয়ার ২৪ ঘণ্টা কাটার আগেই দিব্যি জামিন পেয়ে যান শিক্ষক পেটানো তৃণমূল নেতা।






























