Bangladesh : বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি ! কী প্রতিক্রিয়া রাধারমণ দাসের?
ABP Ananda LIVE : বাংলাদেশ থেকে এবার ইসকনকে উপড়ে ফেলার হুমকি! ইসকনকে ক্যান্সারের সঙ্গে তুলনা মৌলবাদীর। 'প্রকাশ্যে হিন্দু সংখ্যালঘু নিধনের নির্দেশ দিচ্ছেন মৌলবাদীরা। প্রাইভেট জেটে সারাদেশে ঘুরে ইসকন ও তার ভক্তদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার এই প্রকাশ্য আহ্বান মর্মান্তিক। বাংলাদেশ সরকার নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে', সোশাল মিডিয়ায় পোস্ট কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাসের।
ইসকন সমাজের ক্যানসার। তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তার এরকমই এক হুঁশিয়ারির ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন রাধারমণ দাস। একের পর এক মৌলবাদীদের হুঁশিয়ারিতে চিন্তা বাড়ছে ইসকনেরও।
গুলিতে বাংলাদেশি পাচারকারীর মৃত্যুর পর, জলপাইগুড়িতে BSF-এর জনসংযোগ অভিযান। গতকাল ভারত-বাংলাদেশ সীমান্তে সিং পাড়া গ্রামে বাসিন্দাদের নিয়ে বৈঠক করলেন BSF-এর ৯৩ নম্বর ব্যাটেলিয়নের অ্য়াসিস্ট্যান্ট কমাডান্ট মনোজ কুমার। সীমান্তে অনুপ্রবেশ নিয়ে গ্রামের বাসিন্দাদের সচেতন করেন BSF-কর্তা। অপরিচিত কাউকে দেখলেই দ্রুত BSF ক্যাম্পে জানান, গ্রামবাসীদের কাছে অনুরোধ করেন BSF-এর আধিকারিক। গ্রামবাসীদের পাল্টা আবেদন, বাংলাদেশ সীমান্তে যে সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া এখনও লাগানো হয়নি, সেই সেখানে নিরাপত্তা বাড়ানো হোক।