Flash Flood In Sikkim: সিকিমের লোনাক লেকে মেঘভাঙা বৃষ্টি, খোঁজ মিলছে না ২৩ জন সেনা জওয়ানের
সিকিমে (Flash Flood In Sikkim )ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়। নর্থ সিকিমের (North Sikkim Disaster) লোনাক লেকে, মেঘভাঙা বৃষ্টি। তার জেরে চুংথাম বাঁধ ভেঙে ভয়াল আকার নিয়েছে তিস্তা। নদীতে প্রবল জলোচ্ছ্বাস। জলস্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে গেছে। স্রোতের টানে ভেসে যাচ্ছে বাড়ি ঘর-গাছ পালা। পাহাড়ি রাস্তায় ভাসছে গাড়ি। চুংথাম এলাকা কার্যত সিকিম থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বানভাসি লাচেন। বন্য়ায় ক্ষতিগ্রস্ত একাধিক সেনাছাউনি। ২৩ জন সেনা জওয়ানের খোঁজ মিলছে না বলে সেনার তরফে জানানো হয়েছ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। গ্য়াংটক থেকে ৩০ কিলোমিটার দূরে সিংথামে, তিস্তার তোড়ে ভেসে গেছে ব্রিজ। ভয়াবহ দুর্যোগে বিপর্যস্ত কালিম্পং-ও। জলের তো়ড়ে রাস্তার বিশাল অংশ ধসে গেছে। তিস্তা বাজার, রাম্পু সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে।
শিলিগুড়ি থেকে কালিম্পং এবং দার্জিলিং যাওয়ার বিকল্প রাস্তার ওপর দিয়েই বইছে জল। সমপূর্ণ বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক। এদিকে, তিস্তায় জলস্তর ব্য়াপক বেড়ে যাওয়ায় গজলডোবা, জলপাইগুড়ি় সহ তিস্তা তীরবর্তী অসংরক্ষিত এলাকাগুলি লাল সতর্কতা জারি করা হয়েছে। সংরক্ষিত এলাকায় জারি হয়েছে হলুদ সতর্কতা।
![Bankura News:ফের বাঘের আতঙ্ক, বারো মাইল জঙ্গলের ভিতর সুতানের রাস্তায় স্থানীয় বাসিন্দাকে আক্রমণ বাঘের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/26/09b155905fb1e133e640afeed99fe44b1737905721941968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
![Mamata Banerjee:প্রজাতন্ত্র দিবসেও এড়ানো গেল না বিতর্ক,রাজ্য পুলিশের ব্যান্ডকে রাজভবনে ঢুকতে 'বাধা'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/26/98c2ff7cef9b9dcfdb349cf44b1d8aed1737905334685968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar:আমি যাওয়ার পর যে চিৎকার, অশান্তি আন্দোলন করলাম তাঁর কিছু ভিডিও ক্লিপ আছে: প্রাক্তন কাউন্সিলর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/26/1d5f1366b58fc47b2b39c193e702a6981737903997969968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![BJP Protest: মালদার সুখদেবপুর সীমান্তে তিরঙ্গা যাত্রা করলেন শুভেন্দু অধিকারী | ABP Ananda Live](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/26/595b652cd1098772ed2b205eb4fe47a91737902872507968_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
![RG Kar News : এক্তিয়ারের বাইরে কথা বলা উচিত নয়। কারও দয়ায় ওই পদে বসেননি মুখ্যমন্ত্রী: ফিরহাদ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/26/d36d0abc3759e2faac16c74b80011d791737899741462535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=100)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)