এক্সপ্লোর
Abhishek Banerjee: করুণ অবস্থা গ্রামবাসীদের, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতিকে পদত্যাগের নির্দেশ অভিষেকের
কাঁথিতে সভার আগে মারিশদায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনলেন অভাব-অভিযোগ। তার পর সভায় পঞ্চায়েতের সদস্যদের ইস্তফার দাবি। অভিষেক বললেন, "তফসিলি জাতি, উপজাতি পরিবারের বাস। কী করুণ অবস্থা। মাথার উপর ছাদ নেই। বৃষ্টি হলে এক কোমর করে জল। একমাস জল থাকে। কেউ দেখার নেই। পঞ্চায়েতে যদি কাজ না হয়, প্রধানের পাশাপাশি অঞ্চল প্রধানও দায়ী। ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান এবং উপপ্রধানের ইস্তফা চাই টেবিলে। অন্যথায় ব্যবস্থা নেব। মানুষের জন্য এই কাজগুলি না করতে পারি, যদি দায়িত্ব নিয়ে না দেখে আমাদের কেউ, তাহলে আমাদের রাজনীতি করে লাভ নেই। আমি পরিষ্কার বলছি, প্রধান, উপপ্রধান, অঞ্চল সভাপতি পদত্যাগ করবেন।"
জেলার
ব্যারাকপুর ক্যান্টনমেন্টে বসানো হল স্বামী বিবেকানন্দের মূর্তি। উদ্যোক্তা ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন।
আরও দেখুন


















