Admission Portal: স্নাতক স্তরে পোর্টাল খোলার দিনই অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পড়ুয়ার ভর্তি-ভবিষ্যৎ
ABP Ananda Live: দীর্ঘ প্রতীক্ষার পর কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল যেদিন খুলল, সেদিনই OBC মামলায় আদালতে ফের ধাক্কা খেল রাজ্য সরকার। ফের অনিশ্চয়তার মুখে লক্ষ লক্ষ পড়ুয়ার ভর্তি-ভবিষ্যৎ। কারা OBC-র সুযোগ-সুবিধা পাবেন? কত শতাংশ পাবেন? বড়সড় প্রশ্নের মুখে পড়ল ভর্তি-প্রক্রিয়া। এনিয়ে রাজ্য সরকারকে নিশানা করেছে বিরোধীরা। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আবেদন প্রক্রিয়া জারি থাকবে। কোর্টের নির্দেশ মতোই পদক্ষেপ করা হবে।
সোশাল মিডিয়ায় একের পর এক হুঙ্কার। ইরান-ইজরায়েলের একে অপরকে লক্ষ্য করে হামলা-পাল্টা হামলার মধ্যেই সুর চড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়ার মতো কোনও কাজ "এখনকার মতো" করবে না আমেরিকা। আমেরিকা চাইলে আগেই তাঁকে হত্যা করতে পারত, কিন্তু তা থেকে বিরত আছে বলে Truth Social -এ পোস্ট করেছেন ট্রাম্প। এর পিছনে কারণও দিয়েছেন তিনি। তাঁর যুক্তি, আমেরিকার সাধারণ নাগরিক এবং বাহিনীর বিরুদ্ধে কোনও প্রত্যাঘাত এড়াতে তারা এমনটা না করার সিদ্ধান্ত নিয়েছে।
এর পাশাপাশি ইরানের উদ্দেশে ট্রাম্প হুঙ্কার ছাড়েন, "নিঃশর্ত আত্মসমর্পণ" করতে হবে। Truth Social -এ তিনি লিখেছেন, "আমরা জানি ঠিক কোথায় তথাকথিত 'সর্বোচ্চ নেতা' লুকিয়ে আছেন। উনি খুব সহজ টার্গেট, কিন্তু ওখানে নিরাপদে আছেন-আমরা ওঁকে হত্যা করব না, অন্তত এখনকার মতো নয়।" তাঁর সংযোজন, "আমরা সাধারণ নাগরিক বা আমেরিকার জওয়ানদের উপর ক্ষেপণাস্ত্র ছোড়া হোক চাই না। আমাদের ধৈর্য্য ক্রমশ ভেঙে যাচ্ছে।" পাশাপাশি তিনি একটি পোস্টে বড় হাতে লিখেছেন, "UNCONDITIONAL SURRENDER!" অর্থাৎ, ইরানের কাছে "নিঃশর্ত আত্মসমর্পণ" চান তিনি।




















