আনন্দ লাইভ: ঘূর্ণিঝড় ইয়াসের জেরে তছনছ দিঘার সমুদ্র সৈকত, ভেঙে পড়েছে সংলগ্ন দোকানপাট
করোনা (Corona) মোকাবিলায় রাজ্যে ১৫ জুন পর্যন্ত কার্যত লকডাউনের মেয়াদ বাড়ল। বাজার দোকান খোলা থাকবে এখনকার নিয়মেই। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত বাইরে বেরনোয় নিষেধাজ্ঞা। শর্তসাপেক্ষে নির্মাণশিল্পে ছাড়। পাটশিল্পে প্রতি শিফটে বাড়ল শ্রমিক। অন্যদিকে জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক (HS), অগাস্টে হবে মাধ্যমিক পরীক্ষা, আজ নবান্নে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। করোনা বিধি মেনে ৩ ঘণ্টার বদলে দেড় ঘণ্টায় নিজের স্কুলেই পরীক্ষা। এদিকে ইয়াস চলে গিয়েছে। কিন্তু রেখে গিয়েছে ক্ষতচিহ্ন। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল জলোচ্ছ্বাসে তছনছ দিঘা। ভেঙে পড়েছে সমুদ্র সৈকত-সংলগ্ন দোকানপাট। বিপর্যস্ত পর্যটনকেন্দ্র। সব হারিয়ে নিঃস্ব বহু পরিবার। পাশাপাশি হঠাৎ ঝড়ে লণ্ডভণ্ড উত্তর ২৪ পরগনার অশোকনগরের (Ashoknagar) একাধিক ওয়ার্ড। টর্নেডো বলে দাবি এলাকার বাসিন্দাদের। ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। আহত এক নাবালিকা। ভোররাতের ঝড়ে ক্ষতিগ্রস্ত নদিয়ার শান্তিপুর ও চাকদহের বিভিন্ন এলাকা। সরকারি সাহায্যের দাবি স্থানীয় বাসিন্দাদের।