আনন্দ লাইভ: পুরভোটে কাঁচা বাঁশ ব্যবহারের হুঁশিয়ারি দিলীপের, কাঁথিতে ফের TMC-র বিক্ষোভের মুখে শুভেন্দু | Bangla News
আনিস খানের মৃত্যুতে (Anish Khan Death) সবচেয়ে বড় প্রশ্ন ছিল, শুক্রবার রাতে তাঁর বাড়িতে কে গেছিল? রাজ্য পুলিশ সূত্রে দাবি, সিটের তদন্তে উঠে এসেছে, সেখানে গেছিল পুলিশই! এই ঘটনায় এক হোমগার্ড ও এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। যদিও, এই গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন আনিসের বাবা।
আনিস খানের মৃত্যুর ঘটনায় ধৃত হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ারের কী ভূমিকা? কার নির্দেশে গভীর রাতে তাঁরা আনিসের বাড়িতে গিয়েছিলেন? উত্তর মেলেনি। এই প্রেক্ষিতে সিবিআই চাইলেন ধৃত হোমগার্ডের স্ত্রী।
আনিস খানের পরিবারের পাশাপাশি, মৃত্যুর ঘটনায় ধৃত হোমগার্ডের স্ত্রী-ও এবার সিবিআই তদন্তের দাবিতে সরব হলেন। তাঁর দাবি, কার নির্দেশে হোমগার্ড এবং সিভিক ভলান্টিয়ার আনিস খানের বাড়িতে গেছিলেন? কে তাঁদের সেখানে পাঠিয়েছিলেন? সেই তথ্যও সামনে আসার দরকার।
পুরভোটের আগে ইংরেজবাজারে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে টাকা বিলির অভিযোগ উঠল। ভিডিয়ো ভাইরাল হওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রার্থীপদ খারিজ করার দাবিতে কমিশনে যাওয়ার সিদ্ধান্ত তৃণমূলের। টাকা বিলির অভিযোগ ওড়ালেন বিজেপি প্রার্থী।
কাঁথিতে ফের তৃণমূলের বিক্ষোভের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তৃণমূলের তোলা স্লোগানের পাল্টা স্লোগান দিল বিজেপিও। তুঙ্গে রাজনৈতিক তরজা।
পুরভোটে কাঁচা বাঁশ ব্যবহারের হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইতে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদের। প্রয়োজন পড়লে পাকা বাঁশ ব্যবহার করা হবে, পাল্টা তৃণমূল।
জলপাইগুড়ির তিনটি পুরসভার ৫৭টি আসনেই জিতবে তৃণমূল। জলপাইগুড়িতে গিয়ে এমনই মন্তব্য করলেন মন্ত্রী ও তৃণমূলের নির্বাচনী কোঅর্ডিনেটর অরূপ বিশ্বাস। বিরোধীদের তীব্র কটাক্ষ করেছেন তিনি। পাল্টা জবাব এসেছে বিরোধী শিবির থেকে।
অবিলম্বে হস্টেল খোলার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার বিশ্বভারতীতে। পড়ুয়াদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের ধস্তাধস্তি হয়। উপাচার্যের ঘরের সামনে অবস্থান বিক্ষোভ করেন পড়ুয়ারা। এদিনের ঘটনার কড়া নিন্দা করেছে বিশ্বভারতী।
শিলিগুড়ি পুরসভা জয়ের নিশান তুলে ধরে বিজেপির ঘাঁটি উত্তরবঙ্গে পুরসভা দখলের কৌশল তৃণমূলের। কোচবিহার জেলায় পুরভোটের প্রচারে রোডশো করলেন গৌতম দেব। তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের হয়ে প্রচার করলেন তাঁর মেয়ে, দলের জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ। গেরুয়া শিবির তাতে আমল দিতে নারাজ।