Natapukur News: নাটাপুকুরে আগ্নেয়াস্ত্র, বোমা ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরো এক। Bangla News
নাটাপুকুরে আগ্নেয়াস্ত্র, বোমা ও বোমা বাঁধার সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেফতার আরো এক। গ্রেফতার আইএসএফ নেতা আমির আলি ওরফে ফিট্টু। আইএসএফ করার অপরাধে আমাকে ফাঁসানো হচ্ছে দাবি ফিট্টুর। এলাকার তৃণমূল নেতাদের বিরুদ্ধেই তাঁর অভিযোগ। ভাঙড়ের কাশিপুর থানার নাটাপুকুরে বিপুল পরিমাণে বোমা তৈরির মসলা উদ্ধারের পাশাপাশি বোমা বাধার বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের ঘটনায় নবিরুল মোল্লা এবং তার বড় ছেলেকে গ্রেফতার করে কাশীপুর থানার পুলিশ। নবিরুল মোল্লাকে জিজ্ঞাসা করলে তিনি পরিষ্কার জানিয়েছিলেন তাকে আমির আলী ওরফে ফিট্টু নামের এক যুবক বোমা বাধার বরাত দিয়েছিল। সেই ঘটনার তদন্তে নেমে বৃহস্পতিবার গভীর রাতে ফিট্টুকে গ্রেফতার করে কাশিপুর থানার পুলিশ। আজ বারুইপুর মহাকুমা আদালতে পাঠানো হবে।।




















