Anubrata Mandal : ৫ নভেম্বর পর্যন্ত জেলে থাকছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন । Bangla News
৫ নভেম্বর পর্যন্ত জেলে থাকছেন অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন। নির্দেশ আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতের। গরুপাচার মামলায় এবার আসানসোল জেলে গিয়ে সায়গল হোসেনকে জেরা করার অনুমতি পেল ইডি। গতকাল আসানসোলের বিশেষ আদালতে আবেদন জানানো হয়। ইডি সূত্রে দাবি, অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর বিরুদ্ধে গরুপাচারে যুক্ত থাকার একাধিক তথ্যপ্রমাণ পেশ করা হয়। এরপরই আসানসোল জেলে গিয়ে সায়গলকে জেরার আবেদন মঞ্জুর করে আদালত। ইডি সূত্রে খবর, পুজোর সময় জেলে গিয়ে সায়গলকে জেরা করবেন তদন্তকারীরা।
এর আগে সায়গলকে হেফাজতে চেয়ে জেরার জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে আবেদন জানায় ইডি। দিল্লিতে সায়গলের বিরুদ্ধে কোনও মামলা হয়নি, এই যুক্তিতে আবেদন খারিজ করে ইডি-কে আসানসোল আদালতে আর্জি জানানোর পরামর্শ দেয় দিল্লির আদালত।


















