Anubrata Mondal: ‘অনুব্রতর বাড়ি থেকে ফোন এসেছিল, উনি খুব অসুস্থ’, চিকিৎসা-বিতর্কে নাম জড়াল তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর
কার নির্দেশে চিকিৎসক চন্দ্রনাথ অধিকারীকে অনুব্রতর বাড়িতে পাঠিয়েছিলেন সুপার? ‘সিউড়ির তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর নির্দেশে অনুব্রতর বাড়িতে চিকিৎসক’, বিস্ফোরক দাবি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মুর। অনুব্রতর চিকিৎসা-বিতর্কে নাম জড়াল তৃণমূল বিধায়ক বিকাশ রায়চৌধুরীর। ‘অনুব্রতকে বেডরেস্ট-এর পরামর্শ দিইনি’, ‘মৌখিক নির্দেশ থাকায় হাসপাতালের প্যাড ব্যবহার করতে নিষেধ করি’। ‘চন্দ্রনাথ অধিকারীকে নির্দেশ নয়, আবেদন করেছি’, দাবি বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সুপার বুদ্ধদেব মুর্মুর। ‘অনুব্রতর বাড়ি থেকে ফোন এসেছিল, উনি খুব অসুস্থ’, ‘সুপারকে জানিয়েছিলাম, কোনও নির্দেশ দিইনি’। পাল্টা দাবি সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরীর।


















