Arup Roy: মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ জানাতেই গ্রেফতার, জেল থেকে ছাড়া পেলেন এরশাদ সুলতান
মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে ক্ষোভ জানাতেই গ্রেফতার, হাইকোর্টে ধাক্কা পুলিশের! মন্ত্রী অরূপ রায়ের বিরুদ্ধে ফেসবুক পোস্ট, তৃণমূল কর্মীই গ্রেফতার! হাইকোর্টের নির্দেশ, জেল থেকে ছাড়া পেলেন এরশাদ সুলতান। গ্রেফতারির দিনের শিবপুর থানার সিসি ফুটেজ সংরক্ষণের নির্দেশ বিচারপতির। 'কোনও নাগরিক ক্ষোভ জানালে গ্রেফতার?' 'ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে পুলিশ'। 'অরূপ রায় কি কোনও অভিযোগ দায়ের করেছেন?' '২জনের গন্ডগোলে তৃতীয় ব্যক্তির অভিযোগে আরেকজন গ্রেফতার?' অযথা নাক গলিয়েছে পুলিশ, কড়া মন্তব্য বিচারপতি অমৃতা সিন্হার। হাওড়ার ২৭, ৩৭ নম্বর ওয়ার্ডে পুকুর বুজিয়ে ফেলার অভিযোগ করে পোস্ট । নবান্নে মুখ্যমন্ত্রীর সভার লাইভ সম্প্রচারের সময় মন্ত্রীর বিরুদ্ধে পোস্ট। ফেসবুক পোস্ট করতেই তৃণমূলকর্মী এরশাদ সুলতানের বিরুদ্ধে অভিযোগ। শিবপুর থানায় অভিযোগ দায়ের মধ্য হাওড়ার তৃণমূল নেতা সুশোভন চট্টোপাধ্যায়ের। কুরুচিকর মন্তব্য ছড়ানোর অভিযোগে তৃণমূল কর্মী এরশাদকে গ্রেফতার।