Asansol News: ছিনতাইয়ের অভিযোগে ধৃত যুব তৃণমূল নেতা? এবার এমনই অভিযোগ তুলল বিজেপি | ABP Ananda Live
ABP Ananda Live: ছিনতাইয়ের অভিযোগে ধৃত যুব তৃণমূল নেতা? এবার এমনই অভিযোগ তুলল বিজেপি। শনিবার আসানসোল দক্ষিণ থানার সাতাইশা মোড়ে চালের দোকানের ২ কর্মীর কাছ থেকে ১১ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ ওঠে। ঘটনার তদন্তে নেমে আজ চারজনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্য়েই একজন সরবন মণ্ডল। বিজেপির দাবি, এই ব্য়ক্তি কুলটির যুব তৃণমূল নেতা। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্য়দিকে ঘটনায় চারজনকে গ্রেফতারের পাশাপাশি দু'লক্ষ টাকা, একটি আগ্নেয়াস্ত্র এবং মোটরবাইক বাজেয়াপ্ত করেছে পুলিশ।
সোমবার বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে 'সুপ্রিম' শুনানি
বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগে সর্বোচ্চ আদালতে নির্বাচন কমিশনের হলফনামা নিয়ে নিজেদের বক্তব্য জমা দিল মূল মামলাকারী অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR। তাদের অভিযোগ, ভোটারদের নিয়ে ভয়াবহ প্রতারণা করা হয়েছে। কেন তড়িঘড়ি ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হল তার গ্রহণযোগ্য ব্যাখ্যা নির্বাচন কমিশন দিতে পারেনি। এ নিয়ে চলছে রাজনৈতিক তরজা।ভোটারদের সঙ্গে ভয়াবহ প্রতারণা। বিহারে বিধানসভা ভোটের আগে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সংশোধনকে, এভাবেই ব্যাখ্যা করল স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন অফ ডেমোক্র্যাটিক রিফর্মস বা ADR। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সেখানে অন্যতম প্রধান মামলাকারী হল ADR। সোমবার ফের এই মামলার শুনানি হবে। তার আগে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মুখ খুললেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।






















