Asansol News: জল নিয়ে স্থানীয়দের বিক্ষোভ, ভেস্তে গেল 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্প
ABP Ananda LIVE: জল নিয়ে বিক্ষোভ, ভেস্তে গেল 'আমাদের পাড়া আমাদের সমাধান' ক্যাম্প। স্থানীয়দের বিক্ষোভের মুখে ক্যাম্প না করেই ফিরতে হল সরকারি আধিকারিকদের। 'আগে মেটাতে হবে জলের সঙ্কট', সরকারি ক্যাম্পে বিক্ষোভ গ্রামবাসীদের। 'জলসঙ্কট না মেটালে হবে না আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি'। আসানসোলের কুলটিতে 'আমাদের পাড়া আমাদের সমাধান' কর্মসূচিতে 'বাধা' গ্রামবাসীদের । এলাকাবাসীর ক্ষোভের মুখে সরকারি আধিকারিকরা । 'আগে পানীয় জলের সমাধান করুন, তারপর আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি হবে'। এই দাবিতে কর্মসূচি বয়কট করে দাবি এলাকাবাসীর একাংশের। জলসঙ্কটের কথা কার্যত স্বীকার শাসক তৃণমূল কাউন্সিলরের । কুলটিতে গ্রামবাসীদের বিক্ষোভে ফিরতে হল আধিকারিকদের।
দুর্গাপুর 'গণধর্ষণ'কাণ্ডে এবার গ্রেফতার নির্যাতিতার বন্ধু। ধৃত ওয়াসেফ আলি মালদার বাসিন্দা। পুলিশ জানাচ্ছে, এই ঘটনা ঘটার পর থেকেই সহপাঠীর ভূমিকা স্ক্যানারের মধ্যে ছিল। এই পরিস্থিতিতে নির্যাতিতার বিবৃতি নেওয়া হয়। আজ তিনি গোপন জবানবন্দি দিয়েছেন। তাতে বেশ কিছু তথ্য পাওয়া যায় সহপাঠীর বিরুদ্ধে। সেই তথ্যপ্রমাণ পাওয়ার পর, সহপাঠীর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি ধরা পড়ে। শেষমেশ তাকে গ্রেফতার করা হল। অর্থাৎ, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ' মামলায় এর আগেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার গ্রেফতার করা হল নির্যাতিতার সহপাঠীকে। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছিলেন যে, সহপাঠীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এবার তাকে গ্রেফতার করা হল। কাল ধৃতকে আদালতে তোলা হবে।


















