Baharampur Murder: "আমরা খুব আতঙ্কগ্রস্ত, এমন ঘটনা আগে কখনও ঘটেনি" বললেন প্রতক্ষ্যদর্শীরা ।Bangla News
কলেজছাত্রীকে নারকীয়ভাবে কুপিয়ে খুন। গ্রেফতার অভিযুক্ত যুবক। গতকাল ভরসন্ধেয় এই ঘটনা ঘটেছে বহরমপুরের গোরাবাজারের একটি মেসের সামনে। পুলিশ সূত্রে খবর, জেরায় ধৃত জানিয়েছে, কলেজছাত্রীর সঙ্গে তার বিয়ে হয়েছিল। কিন্তু সম্প্রতি আরেক যুবকের সঙ্গে ঘনিষ্ঠতা হয় কলেজছাত্রীর।তা মেনে নিতে না পারাতেই এই খুন। জেরায় দাবি ধৃতের। যদিও এই দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।
অন্যদিকে, এই নারকীয় হত্যাকাণ্ডের পর এতটাই আতঙ্ক ছড়িয়েছে যে, বহরমপুরের গোরাবাজারের ওই মেস ছাড়তে শুরু করেছেন ছাত্রীরা। ভর সন্ধেয় জনবহুল এলাকায় এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তায় অভিভাবকরাও।
এই বিষয়ে প্রত্যক্ষদর্শীদের প্রশ্ন করলে তাঁরা বলেন, আমরা আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছি। প্রচন্ড চিৎকার চেঁচামেচি, আর ভয়ঙ্কর পরিস্থিতিতে রয়েছি। এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি।

















