Suvendu Adhikari :বিহারে ৫০ লক্ষ নাম বাদ গেলে, বাংলায় ১ কোটি ২৫ লক্ষ নাম বাদ যাবে : শুভেন্দু অধিকারী
ABP Ananda LIVE : বিহারে ৫০ লক্ষ নাম বাদ গেলে, বাংলায় ১ কোটি ২৫ লক্ষ নাম বাদ যাবে। ভোটার তালিকা সংশোধন নিয়ে তোলপাড়ের মধ্যেই বাংলা নিয়ে হুঙ্কার শুভেনদু অধিকারীর।
'বাদ যাবে ১.২৫ কোটি নাম'।রাজ্য পুলিশের হেল্পলাইনের পাল্টা এবার শুভেন্দুর ইমেল! ভিন রাজ্যে বাঙালি হেনস্থার পাল্টা এবার রাজ্যে 'হিন্দু বাঙালি'! আজই রাজ্য পুলিশের তরফ থেকে একটি হেল্পলাইনের ঘোষণা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশি সন্দেহে ভিন রাজ্যে 'হেনস্থা' হলে রাজ্য পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে। সংশ্লিষ্ট রাজ্যের সঙ্গে যোগাযোগ করে পদক্ষেপ করবে রাজ্য পুলিশ। এই হেল্পলাইনের নম্বর ছড়িয়ে দেওয়া রয়েছে বিভিন্ন জায়গায়। আর এবার, রাজ্য পুলিশের হেল্পলাইনের পাল্টা, অভিযোগ জানানোর জন্য নিজের ইমেল আইডি দিলেন শুভেন্দু অধিকারী।
আজ নিজের X অ্যাকাউন্ট থেকে একটি লম্বা এক্স করে তিনি লেখেন, 'পশ্চিমবঙ্গে পুলিশের হাতে হেনস্থার শিকার হলেই আমায় জানান> রাজ্যে ভিন রাজ্যের হিন্দুদের উপর হেনস্থা হলেই জানাতে ইমেল', ইমেল দিয়ে অভিযোগ জানানোর আবেদন শুভেন্দু অধিকারীর। 'রাজ্যের কোথাও রোহিঙ্গা, অনুপ্রবেশকারীর খোঁজ পেলেও জানান। তথ্য দিয়ে জানান, সঠিক জায়গায় পৌঁছে দেব', ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগের পাল্টা হুঙ্কার বিরোধী দলনেতার।


















