Fake Voters : বাংলাদেশি শান্তা পালের সহযোগী সৌমিক পালের বাড়ি থেকে বাজেয়াপ্ত ১৩টি ভোটার কার্ড !
ABP Ananda LIVE : বাংলাদেশি শান্তা পালের সহযোগীর বাড়িতে EPIC বাজেয়াপ্ত ভোটার কার্ড জাল ? জানতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে চিঠি পুলিশের। ভোটার কার্ড বাজেয়াপ্ত পুলিশে, কার্ড হোল্ডাররা বাংলাদেশের নাগরিক? সৌমিক দত্তের বাড়ি ও দোকানে তল্লাশিতে রেজিস্টার বাজেয়াপ্ত।
আরও খবর...
ক্রমশ বাড়ছে ধসের প্রবণতা, দার্জিলিং, কালিম্পংয়ে ঝুঁকি কতটা ?
উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ, বীভৎস প্রাকৃতিক বিপর্যয়ের ছবি ভয় ধরাচ্ছে এ রাজ্যের পাহাড়ের বাসিন্দাদের। যত্রতত্র পাহাড় কেটে বেআইনি নির্মাণ থেকে পাহাড় কেটে টানেল তৈরি, হাইড্রোপ্রজেক্ট, এসবের জেরে ক্রমশ ধসের প্রবণতা বাড়ছে দার্জিলিং, কালিম্পঙে। এখন সেখানে কী পরিস্থিতি? বিষেশজ্ঞরা কী বলছেন? এবিপি আনন্দর বিশেষ রিপোর্ট। উত্তরাখণ্ডে পাহাড় থেকে নেমে আসা মৃত্য়ুদূত গিলে খেয়েছে বিস্তীর্ণ এলাকাকে। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে খড়কুটোর মতো ভেসে গেছে অসংখ্য় বাড়ি-হোটেল। খোঁজ নেই বহু মানুষের। আর উত্তরাখণ্ডের পাহাড়ি এলাকায় বিপর্যয়ের এই ছবি দেখার পর থেকে বহু মানুষের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকাতেও কি কখনও এরকম বিপদ নেমে আসতে পারে? দার্জিলিং ও কালিম্পঙের মতো এলাকাতেও কি ঝুঁকি বাড়ছে? পাহাড়ের গায়ে যেভাবে বেআইনি হোটেল কিংবা ফ্ল্য়াট গড়ে উঠছে, তাই কি একদিন বড়সড় বিদপ ডেকে আনতে পারে? ইংরেজ আমলে পাহাড়ে বেশিরভাগ নির্মাণই ছিল কাঠের। কিন্তু এখন সেই জায়গা নিয়েছে কংক্রিট। অভিযোগ, যার জেরে নষ্ট হচ্ছে পাহাড়ের বাস্তুতন্ত্র।


















