Bhangar News: 'ধৃত আজহারউদ্দিন মোল্লা আমার হাত ধরেই গতবছর তৃণমূলে এসেছিলেন', বললেন সওকত | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভাঙড়ে তৃণমূলের অঞ্চল সভাপতি খুনের ঘটনায় একের পর এক দলীয় কর্মী গ্রেফতার হওয়ায় কার্যত ঢোঁক গিললেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লা। বললেন, রাজ্জাক খুনে ধৃত আজহারউদ্দিন মোল্লা আমার হাত ধরেই গতবছর তৃণমূলে এসেছিলেন। এটা নীতিগত ভুল ছিল। অপর ধৃত মোফাজ্জল মোল্লাও তৃণমূল কর্মী।
আরও খবর...
নাসার নির্দেশের পর শুভাংশু শুক্লা এবং আরও ৩ মহাকাশচারীকে নিয়ে ISS থেকে আনডকিং ড্রাগন মহাকাশযানের। ১৮ দিন মহাকাশে কাটিয়ে এবার পৃথিবীর মাটি ছোঁয়ার পালা। ২৩ ঘণ্টা পর স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে। গত ২৫ জুন, বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে মহাকাশে ওড়েন শুভাংশুরা। 39A লঞ্চ কমপ্লেক্স থেকে ৪ মহাকাশচারীকে নিয়ে উড়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ড্রাগন ক্রাফট। ২৮ ঘণ্টা পর ভারতীয় সময়, পরের দিন বিকেলে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছন সবাই। ১৮ দিন মহাকাশে শুভাংশুরা ৬০টিরও বেশি বৈজ্ঞানিক গবেষণা করেছেন এবং ২০টিরও বেশি ‘আউটরিচ’ ইভেন্টে অংশগ্রহণ করেছেন। সাতটি মাইক্রোগ্রাভিটি পরীক্ষা করেছেন। ভারতীয় সময় অনুসারে, রবিবার সন্ধে ৭টা ২০-তে মহাকাশে বিদায় সম্বর্ধনা দেওয়া হয় শুভাংশুদের। NASA সূত্রে খবর, স্প্ল্যাশডাউনের পর শুভাংশু ISRO-এর ফ্লাইট সার্জনদের তত্ত্বাবধানে কিছু দিন ‘রিহ্যাবিলিটেশন’-এ থাকবেন। তার পর জীবনের স্বাভাবিক ছন্দে ফিরতে পারবেন। ১৫ জুলাই বিকেলে স্প্ল্যাশডাউন করবে প্রশান্ত মহাসাগরে, খবর NASA ও ISRO সূত্রে।

















