Birbhum Robbery : সিউড়িতে স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির চেষ্টা ঘটনায় ভিন রাজ্যের যোগ, অনুমান পুলিশের
সোমবার সাতসকালে বীরভূমের (Birbhum) সিউড়িতে রোমহর্ষক ঘটনা। একটি স্বর্ণ ঋণদানকারী সংস্থায় ডাকাতির (Robbery ) চেষ্টা করা হয়। দুষ্কৃতীদের ছোড়া গুলিতে (Firing) আহত এক টোটোচালক হাসপাতালে ভর্তি। স্থানীয় সূত্রে খবর, থানা থেকে মাত্র দেড়শো মিটার দূরে হানা দেয় ৬ দুষ্কৃতীর একটি দল। প্রত্যেকেই মাস্ক পরে, হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ওই ঋণদানকারী সংস্থায় চড়াও হয়। নিরাপত্তারক্ষীদের মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভিতরে ঢোকার সময় অ্যালার্ম বেজে ওঠে। অ্যালার্মের আওয়াজে আশপাশ থেকে লোকজন ছুটে এলে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এই দুষ্কৃতীদল রাজ্যের বাইরে থেকে এসেছিল। বিহার বা ঝাড়খণ্ডের যোগ নিয়ে তদন্ত করছে পুলিশ। জানা গেছে, এই ভাবেই তারা বাইক বদলে বদলে ডাকাতি করে তারা। একাধিক নম্বরপ্লেট রয়েছে তাদের কাছে। পুলিশের তরফে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।