Bangla Bandh: বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধে রাজ্য জুড়ে দফায় দফায় চলল অশান্তি
ABP Ananda Live: রাজ্য জুড়ে আজ ১২ ঘন্টার বনধ ডেকেছিল বিজেপি। মোকাবিলায় আজকে পথে নামল তৃণমূল। কোথাও বিক্ষোভ কোথাও রেল রোকো , বিভিন্ন জায়গায় এইভাবেই হল বিজেপির বনধ। দফায় দফায় চলল অশান্তি। পথে নামেন সজল ঘোষ , লকেট চট্টোপাধ্যায়, তাদেরকে গ্রেফতার করা হয়। বিজেপির বন্ধ ঘিরে তীব্র উত্তেজনা ছড়াল শিয়ালদার কোলে মার্কেট এলাকায়। তৃণমূল কর্মীদের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। দফায় দফায় চলল অশান্তি। শেষমেষ বাড়ি থেকে সজল ঘোষকে গ্রফতার করে পুলিশ। প্রতিবাদে মুচিপাড়া থানার সামনে মিছিল করে বিজেপি। রাস্তায় নামেন সজল ঘোষের স্ত্রীও। বুধবার রাতে জামিনে মুক্তি পান সজল ঘোষ।
আরও খবর, 'পুলিশকে যেভাবে ব্যবহার করা হচ্ছে, বাংলাদেশের চেয়েও খারাপ হবে'। 'কলকাতা-রাজ্য পুলিশের অবস্থা বাংলাদেশের চেয়েও খারাপ হবে'। যা অত্যাচার করেছেন, তার ফল পেতে হবে। আইনি লড়াই করে সায়ন লাহিড়িকে বের করব। আশাকরি কোর্ট শাসকের এই প্রতিহিংসার রাজনীতির বিচার করবে'। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। আজ বলছি, যেটা করার দরকার, সেটা আপনারা ভাল বুঝে করবেন। আমি অশান্তি চাই না। কিন্তু কুৎসা করে রোজ কামরাচ্ছে, আপনি তাকে কামড়াবেন না। কিন্তু ফোঁস তো করতে পারেন! রামকৃষ্ণ বলেছিলেন গোখরো...চক্রান্তকারীদের মুখোশ খুলে ফোঁস করুন।