Dilip Ghosh: 'এই সরকার নিজেকে বাঁচিয়ে রাখতে, নিজের দলকে বাঁচিয়ে রাখতে ব্যস্ত', আক্রমণ দিলীপের
ABP Ananda Live: 'গ্রামে-শহরে এখন সব জায়গায় শ্যুটাআউট হচ্ছে। বিহার-উত্তরপ্রদেশের যে ২০ বছরের পুরনো ইতিহাস রয়েছে সেটাকে আমরা বন্ধ করে দিয়েছি। এই সরকার নিজেকে বাঁচিয়ে রাখতে, নিজের দলকে বাঁচিয়ে রাখতে ব্যস্ত, সাধারণ মানুষকে কে বাঁচিয়ে রাখবে? এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা', বললেন দিলীপ ঘোষ।
দোলের আগেই কলকাতায় পারদ পৌঁছতে পারে ৩৫ ডিগ্রির ঘরে। ফাল্গুনের শেষেই কোনও কোনও জেলায় তাপমাত্রা ৪০ ছুঁইছুঁই হতে পারে। দক্ষিণবঙ্গ উষ্ণ হলেও উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। মধ্য অসমে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে তামিলনাডু উপকূল এলাকায়। দোল উৎসবের আগেই কলকাতায় ৩৫ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ। জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি পেরিয়ে যেতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা ধীরে ধীরে আরও বাড়বে। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ। বুধ ও বৃহস্পতিবার, বসন্ত উৎসবের আগে বৃষ্টি দার্জিলিং, কালিম্পং সহ ওপরের চার/ পাঁচ জেলায়। আপাতত দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। আপাতত চার পাঁচ দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন নেই।


















