BJP News:মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের পর শুভেন্দুর নিশানায় BJP ছেড়ে TMC-তে যোগদানকারী বিধায়করা
ABP Ananda LIVE: শুধু তো মুকুল রায় নন। বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন আরও অনেক বিধায়ক। তালিকায় বায়রন বিশ্বাস, সুমন কাঞ্জিলাল থেকে তাপসী মণ্ডল, হরকালী প্রতিহার। এবার তাঁদের কী হবে? হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিতেই, শুভেন্দু অধিকারীর নিশানায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বিধায়করা। বিরোধী দলনেতা আজ বলেছেন, "এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক।" যার প্রতিক্রিয়া হিসেবে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বললেন, 'আইন আইনের পথে চলবে'। মন্তব্য করতে চাননি সুমন কাঞ্জিলাল। ফোন ধরেননি তন্ময় ঘোষ।
দলত্য়াগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদই খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তৃণমূল প্রতিষ্ঠার সময় থেকেই যে দলে ছিলেন মুকুল রায়। ২০১৭ সালের ৩ নভেম্বর তিনি যোগ দেন বিজেপিতে। ২০২১ সালের বিধানসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে জিতে আসেন। কিনতু, ২০২১ সালের ১১ জুনই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলের অফিসে দেখা যায় মুকুল রায়কে। এরপর বিতর্ক তৈরি হয় মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্য়াকাউন্টস কমিটির চেয়ারম্য়ান করা নিয়ে। এনিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন শুভেনদু অধিকারী এবং বিজেপি বিধায়ক অম্বিকা রায়। শেষ অবধি তাতেই ঐতিহাসিক রায় দিল কলকাতা হাইকোর্ট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম

















