BJP Protest : নেতাজি ইন্ডোরের সভা শেষ হতেই বিজেপির কালীঘাট চলো অভিযান ঘিরে ধুন্ধুমার।
ABP Ananda Live: প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিলের জেরে, বিজেপি যুব মোর্চার 'কালীঘাট চলো' অভিযান ঘিরে তুলকালাম। পুলিশ-বিক্ষোভকারী ধস্তাধস্তির জেরে রীতিমতো রণক্ষেত্রর রূপ নিল এক্সাইড মোড়। লকেট চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ- সহ প্রায় ৭০ জন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যাওয়া হল লালবাজারে। বিজেপির আন্দোলনকে নাটক বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। প্রায় একই সময়ে শরৎ বোস রোডে কংগ্রেসের SSC অফিস অভিযান ঘিরে তৈরি হয় উত্তেজনার পরিস্থিতি। কোচবিহারে নিয়োগ দুর্নীতির প্রতিবাদে পথে নামে সিপিএমের ছাত্র ও যুব সংগঠন SFI ও DYFI।
রান্নার গ্য়াসের মূল্যবৃদ্ধিতে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, 'বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল..'!
সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! আর অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমেছে। তাহলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না কেন? এ যেন গোদের ওপর বিষফোড়া!ব্ল্য়াক মনডে।একটা ধাক্কা সামলে ওঠার আগেই, সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা।
শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে ১ দিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগেই ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টা ওষুধের। আর এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম বাড়াল মোদি সরকার। ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হল রান্নার গ্য়াসের সিলিন্ডারের। এই খবরে আর পাঁচ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শীলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না।


















