Suvendu Adhikari: 'ভারতীয় জনতা পার্টি বাংলা ভাগ, আলাদা রাজ্য এইসব চায় না', মন্তব্য শুভেন্দুর
ABP Ananda LIVE: ভারতীয় জনতা পার্টি (BJP)পরিষ্কার স্ট্যান্ড আমরা বঙ্গভঙ্গ, বাংলা ভাগ, আলাদা রাজ্য এইসব চাই না, দলগতভাবে বলতে পারি। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, হিন্দু পরায়ণ রুখতে অবিলম্বে অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করতে হবে। রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরকে বের করে দিতে হবে, মন্তব্য শুভেন্দুর(Suvendu Adhikari)।
এদিন রাহুল গান্ধী বলেন, আমি শেষবার যে বক্তব্য রেখেছিলাম, সেখানে কিছু ধর্মীয় কনসেপ্ট নিয়ে কথা বলেছিলাম। অহিংসার কথা বলতে গিয়ে ভগবান শিবের কথা তুলেছিলাম। পাশাপাশি তিনি মনে করিয়ে দিয়ে বলেন, আমি আরও বলেছিলাম, আমাদের দেশে বহু যুগ থেকে ধরে চলে আসছে নানা ধর্ম। এদিন রাহুল আরও বলেন, '১০ বছরে ৭০ বার প্রশ্নফাঁস হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণে প্রশ্নফাঁসের কোনও উল্লেখ নেই। দেশ পদ্মফুলের চক্রব্যূহে আটকে। কৃষকদের সঙ্গে দেখা করতে রাজি নয় সরকার। এবারের বাজেটে মধ্যবিত্তর বুকে-পিঠে ছোরা মেরেছে সরকার। ছোট ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে।' ABP Ananda LIVE