Suvendu on Rathyatra: 'অন্তত ৫ লক্ষ লোক যাতে পুরীর প্রসাদ পান, উদ্যোগ নিচ্ছি', মন্তব্য শুভেন্দুর
ABP Ananda LIVE : রথযাত্রা উপলক্ষ্য়ে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারীও। কলকাতা থেকে দিঘা, রথযাত্রাকে কেন্দ্র করে কার্যত পোস্টার-ব্যানারে ছেয়ে দিয়েছে তৃণমূল আর বিজেপি! কোথাও দিঘার মন্দির ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে তৃণমূলের পোস্টার! আবার কোথাও পুরীর জগন্নাথ মন্দিরের ছবি দেওয়া পোস্টার। তাতে নরেন্দ্র মোদি, শুভেন্দু অধিকারীর ছবি। কোলাঘাট, থেকে নন্দকুমার, কাঁথি---সর্বত্র ধরা পড়ল একই ছবি!
Mamata On Rathayatra: আজ রথযাত্রার ব্যবস্থাপনা ও ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর।
রথযাত্রা উপলক্ষ্যে সেজে উঠেছে দিঘা। জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এই প্রথমবার সৈকতশহরে রথযাত্রা পালিত হবে। শহরজুড়ে সাজো সাজো রব, জগন্নাথ মন্দিরে পৌঁছলেন মুখ্যমন্ত্রী। আজ রথযাত্রার ব্যবস্থাপনা এবং ভিড় নিয়ন্ত্রণ নিয়ে মন্ত্রীদের সঙ্গে প্রস্তুতি বৈঠক মুখ্যমন্ত্রীর। গত ৩০ এপ্রিল জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে প্রতিদিনই ভিড় হচ্ছে। রথযাত্রা উপলক্ষ্যে ভিড় বাড়বে বলে মনে করছে প্রশাসন। সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য ৫ মন্ত্রীকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। রথযাত্রা উপলক্ষ্যে দিঘায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

















