Kolkata News: এবার অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে আবাসন-বাজারে অভিযান চালাবে BJP। ABP Ananda Live
ABP Ananda Live: অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন আবাসন এবং বাজারগুলিতে অভিযান চালাবে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই অভিযানের সূচনা হবে। পরিষদীয় দলের অন্যান্য সদস্যরা বিভিন্ন আবাসনগুলিতে যাবেন। দাবি বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের।
উল্লেখ্য়, ৪ দিনের মাথায় ফের অগ্নিকাণ্ড কলকাতায় (Kasba Acropolis Fire Break Out)। কসবায় অ্যাক্রোপলিস মলে আগুন। অ্যাক্রোপলিস মলের চতুর্থ তলে আগুন। চতুর্থ তলেই রয়েছে ফুড কোর্ট, বুক স্টোর। ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা। ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন। কসবার এই মলে রয়েছে একাধিক দোকান, পাশাপাশি রয়েছে অফিস। আর দশটা দিনের মতোই এদিনও খুলেছিল মল। চলছিল, কেনা-বেচা দোকানপাটগুলিতে। অফিসগুলিতেও নির্দিষ্ট সময়েই শুরু হয়েছিল কাজ। কিন্তু আচমকাই সব থমকে যায়। আগুন লাগার খবর জানতেই শুরু হয় নিচে নামার তোড় জোড়। এদিকে বাইরে বেরনোর সিঁড়ি খালি নেই, আবর্জনা ভর্তি, নামতে অসুবিধা হচ্ছে, অভিযোগ মলের কর্মীদের। এদিকে এই পরিস্থিতির মধ্যেই ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।