TMC News: ধর্মতলায় তৃণমূলের হকার্স ইউনিয়নের কার্যালয় ভাঙচুরের অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে
ABP Ananda LIVE: ধর্মতলায় তৃণমূলের হকার্স ইউনিয়নের কার্যালয় ভাঙচুরের অভিযোগ । বিজেপি কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের । জওহরলাল নেহরু রোডের ধারে তৃণমূলের হকার্স ইউনিয়নের অফিস । হকার্স ইউনিয়নের অফিসে চেয়ার, ছবি-সহ আসবাব লন্ডভন্ড । অর্জুন সিংহ অনুগামীদের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের ।হামলার অভিযোগ নিয়ে এখনও প্রতিক্রিয়া মেলেনি অর্জুন সিংহের।
আমাকে মমতার কোনও পুলিশ আটকাতে পারবে না: তামান্নার মা
'আমার জীবন থাকতে আমি যতদিন বাঁচব আমি লড়াই চালিয়ে যাব। আমাকে মমতার পুলিশ আটকাতে পারবে না। এখনও ১৪ জন আসামী বাইরে খুরো বেরাচ্ছে। RG কর-কাণ্ডের প্রতিবাদে অভয়া মঞ্চের ডাকে ‘কালীঘাট চলো’ অভিযানে যোগ দিতে কলকাতায় আসেন কালীগঞ্জের নিহত তামান্না খাতুনের মা-বাবা। স্টেশন চত্বরে ও ট্রেনের মধ্যে সহযাত্রীদের হাতে রাখি পরিয়ে দেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখ। একবছর পার, অভয়াও বিচার পায়নি, আমার মেয়েও বিচার পায়নি। এর প্রতিবাদেই পথে নামা, জানিয়েছেন কালীগঞ্জে তৃণমূলের বিজয়োল্লাসে ছোড়া বোমায় নিহত চতুর্থ শ্রেণির ছাত্রীর মা-বাবা। আজ সকালে পলাশি স্টেশন থেকে ট্রেনে চড়ে কলকাতা রওনা দেন তাঁরা। এদিন কালীঘাট চলো অভিযানে অভয়া মঞ্চে বক্তব্য রাখেন তিনি।



















