BJP Rally: এসএসসি ভবন অভিযান বিজেপি যুব মোর্চার | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: সল্টলেকের বিজেপি অফিস থেকে এসএসসি ভবন অভিযান বিজেপি যুব মোর্চার
আরও খবর...
একদিকে বৈঠক, অন্যদিকে এসএসসি অফিসের সামনে রিলে অনশন। তীব্র গরমের মধ্যেই এসএসসি দফতরের সামনে রিলে অনশন। ফের অনশনরতদের পাশে দাঁড়ালেন আর জি কর-কাণ্ডের আন্দোলনকারীরা । ধর্না মঞ্চে গিয়ে অনশনরত চাকরিহারাদের স্বাস্থ্য পরীক্ষা চিকিৎসকদের।
অবশেষে ১২ জনকেই বৈঠকে থাকার অনুমতি। চাকরিহারাদের নিয়ে বৈঠকে শিক্ষামন্ত্রী-এসএসসির চেয়ারম্যান। বিকাশভবনের বাইরে চাকরিহারাদের ভিড়। বৈঠকের দিকে তাকিয়ে হাজার হাজার চাকরিহারা।জঙ্গিপুরের পর আমতলা, ওয়াকফ-বিক্ষোভে ফের আক্রান্ত পুলিশ। আমতলায় ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ, পুলিশের গাড়ি ভাঙচুর। ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে অশান্ত দঃ ২৪ পরগনার আমতলা।
কসবার DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। চাকরি চাইতে গিয়ে মিলেছে পুলিশের লাঠি। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন একাধিক শিক্ষক। লাঠির আঘাতে মাটিতে পড়ে যান চাকরিহারাররা। এমনকী লাথিও মারা হয় তাদের। যা নিয়ে পাল্টা পুলিশের তরফে দাবি তাদের উপরও হামলা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে ভিডিও দেখিয়ে পুলিশ তরফে দাবি করা হয়, তালা ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন আন্দোলনকারীরা। ব্যারিকেড ভেঙে ঢোকার চেষ্টা করলেও শান্তভাবে আটকানোর চেষ্টা করেছিল পুলিশ। শেষমুহূর্তে আত্মরক্ষায় বলপ্রয়োগ করতে বাধ্য হয়েছে পুলিশ। লালবাজারের তরফে দাবি, কসবাকাণ্ডে বিক্ষোভকারীদের হাতে ১৩জন পুলিশকর্মী আহত হয়েছেন।


















