BJP News: নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্যের প্রতিবাদে সল্টলেকে বিজেপির যুব মোর্চার বিক্ষোভ
ABP Ananda LIVE: নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্য এবং তারই পরে বিজেপি নেতানেত্রীদের বিরুদ্ধে মামলা। এরই প্রতিবাদে বিজেপির যুব মোর্চা সল্টলেকে অবস্থান বিক্ষোভ দেখায়। পাশাপাশি প্রতিবাদ তুলছেন, কেন নবান্ন অভিযানে তাঁদের নেতা নেত্রীর উপর লাঠিচার্য করা হল এবং কী কারণে তাঁদের সঙ্গে এরকম ব্যবহার করা হয়েছে। অভয়ার মা যিনি এই নবান্ন অভিযানে সামিল ছিলেন, তাঁর মাথায় আঘাত লেগেছে। এরই প্রতিবাদে সল্টলেকের উইপ্রো মোড়ে পথ অবরোধ করে অবস্থান বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির যুব মোর্চার কর্মী সমর্থকেরা।
'রাজ্য সরকারের চাপে অভয়ার মা-কে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল', বিস্ফোরক অভিযোগ অভয়ার বাবার
'রাজ্য সরকারের চাপে অভয়ার মা-কে ভর্তি নেয়নি মেডিকা হাসপাতাল', বিস্ফোরক অভিযোগ নিহত চিকিৎসকের বাবার। 'শনিবার থেকে আজ পর্যন্ত পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে অভয়ার মায়ের। চিকিৎসা শুরু হলেও তাঁকে ভর্তি নেওয়া হয়নি', বর্তমানে স্ত্রীর অবস্থা স্থিতিশীল, জানান নিহত চিকিৎসকের বাবা। 'হাসপাতাল থেকে ছাড়ার পরে স্ত্রীকে নিয়ে বাড়ি যাব'।




















