Calcutta High Court : গ্রুপ সি, ডি মামলায় বিচারপতি অমৃতা সিন্হার প্রশ্নের মুখে রাজ্য
ABP Ananda Live: সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর শুরু হয় বিক্ষোভ। এরপর গ্রুপ সি কর্মীদের মাসে ২৫ হাজার ও গ্রুপ ডি কর্মীদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। প্রকল্পের নামকরণ করা হয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম, ২০২৫।’ শিক্ষাকর্মীদের ভাতা দেওয়ার এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলাে দায়ের হয়েছিল। এদিন সেই মামলাটি ওঠে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে। গ্রুপ সি ও ডি-দের ভাতা সংক্রান্ত শুনানিতে প্রাথমিক পর্যবেক্ষণের পর বিচারপতি অমৃতা সিনহা বলেন, এখনই কোনও টাকা দেবেন না। সোমবার বিচারপতি অমৃতা সিংহ এই সংক্রান্ত মামলার শুনানিতে প্রশ্ন তোলেন, এত তাড়াহুড়ো কিসের? সুপ্রিম কোর্টের রায়ের পর কোনও রকম আলোচনা বা স্ক্রুটিনি ছাড়াই কেন তড়িঘড়ি এই ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল, রাজ্যের কাছে তা জানতে চান তিনি।


















