University of Calcutta: অফলাইনেই কলেজের পরীক্ষা, সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের
অনলাইন (Online) নয়, অফলাইনেই (Offline) কলেজে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University Of Calcutta)। আজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ‘সিলেবাস শেষ না হলে কলেজে নিতে হবে স্পেশাল ক্লাস’। কলেজের অধ্যক্ষদের উদ্দেশে নির্দেশ কলকাতা বিশ্ববিদ্যালয়ের (University Of Calcutta)।
উল্লেখ্য, অনলাইন পরীক্ষার দাবিতে ফের কলকাতা বিশ্ববিদ্যালেয়র কলেজ স্ট্রিট (College Street) ক্যাম্পাসের গেটের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। গতকাল রাত থেকেই শুরু হয় অনশন আন্দোলন। পরীক্ষা অফলাইন না অনলাইনে হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বৈঠক হয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের। তার আগেই শুরু হয় পড়ুয়াদের অনলাইনের দাবিতে বিক্ষোভ। এর আগে গত ২৭ মে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হয় কলেজগুলির অধ্যক্ষদের। আজ বৈঠকের পর অধ্যক্ষরাও অফলাইন পরীক্ষার পক্ষেই মত দিয়েছেন।