CU News: রাজ্য়ের চিঠির পরেও পরীক্ষার সিদ্ধান্ত বহাল কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের
ABP Ananda LIVE: শিক্ষা দফতরের চিঠির পরও বদলাল না সিদ্ধান্ত। সোমবার সিন্ডিকেট বৈঠকের পর কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত দে সাফ জানিয়ে দিলেন, পরীক্ষা হবে ২৮ অগাস্টই। ওই দিন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস! তাই ২৮ অগাস্ট পরীক্ষার দিনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল ছাত্র পরিষদ। কিন্তু সোমবার সিন্ডিকেট বৈঠকের পর অন্তর্বর্তী উপাচার্য বললেন, 'বিশ্ববিদ্য়ালয়ের অটোনমিকে আমরা রক্ষা করেছি এবং আমাদের পরীক্ষা ২৮ তারিখেই হচ্ছে। এটাই হাউসের সিদ্ধান্ত।'সূত্রের খবর, পরীক্ষার্থীদের আসতে সমস্যা হবে বলে যুক্তি দিয়ে দিন বদলের কথা বলেন। উচ্চ শিক্ষা অধিকর্তা, উচ্চ শিক্ষা দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি ও উচ্চ শিক্ষা সংসদের প্রতিনিধি। কিন্তু ২৮ অগাস্ট পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকেন সিন্ডিকেটের বাকি সদস্য়। এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, মুখ্যমন্ত্রী এমনিতে বিশ্ববিদ্য়ালয়ের স্বাধিকারে হস্তক্ষেপ করেন না। কিন্তু মুখ্যমন্ত্রীর কথা শোনা উচিত ছিল উপাচার্যের।



















