Chhok Bhanga Chhota : 'মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি দিয়ে জমি দখলের কথা জানিয়েছিলাম', বিস্ফোরক অভিযোগ শম্ভুনাথ কাউয়ের
ABP Ananda LIVE : তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা, প্রথমবার মুখ খুললেন জামিনে মুক্ত শম্ভুনাথ কাউ। কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই খুনের মামলায় জামিনে মুক্ত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শম্ভুনাথ কাউ। ইএম বাইপাসের ধারে জমি দখল নিয়ে বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। 'এলাকায় ৭০০-৮০০ বিঘা জমি ছিল, তার মধ্যে পুরসভার ৪০০ বিঘা জমি দখল হয়ে যায়'। 'মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি দিয়ে জমি দখলের কথা জানিয়েছিলাম'। কসবাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক অভিযোগ শম্ভুনাথ কাউয়ের। 'আমার পার্টির লোকেরাই আমাকে ফাঁসিয়েছিল'। এলাকা থেকে আমি চলে যাওয়ার পর একের পর এক খুন: শম্ভুনাথ। তৃণমূল নেতা অধীর মাইতি খুনে যাবজ্জীবন সাজার নির্দেশের পর এখন জামিনে মুক্ত শম্ভুনাথ কাউ।
নিয়োগদুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন ঘিরে দুই বিচারপতির ভিন্ন মত। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ভিন্ন মত। সকলকে জামিন দিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় কিন্তু তবে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন খারিজ। মামলা যাবে প্রধান বিচারপতির কাছে। গঠিত হবে তৃতীয় বেঞ্চ। সেখানেই হবে ভাগ্য নির্ধারণ। নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের জামিন। ED-র মামলায় জামিন মঞ্জুর করলেন হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ। এর আগে জামিন চেয়ে সুপ্রিম কোর্টে যান কুন্তল। মামলা হাইকোর্টে ফিরিয়ে একমাসের মধ্যে নিষ্পত্তির পরামর্শ দেয় সর্বোচ্চ আদালত। ED-র মামলায় জামিন পেলেও CBI-এর মামলায় এখনও জামিন পাননি কুন্তল। ফলে এখনই জেলমুক্তি হচ্ছে না বহিষ্কৃত যুব তৃণমূল নেতার।