Mamata Banerjee: ইসকন মন্দিরে রথযাত্রার সূচনা করে আলিপুরদুয়ারে আদ্যাপীঠ মন্দিরের উদ্বোধন মুখ্যমন্ত্রীর। ABP Ananda Live
মিন্টো পার্কে ইসকন মন্দিরে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। করলেন আরতি। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষামঞ্জরীর ছাত্র ছাত্রীরা।
মুষলধারে নেমেছে বৃষ্টি। আরতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পুজো করার পর রথের রশিতে দিলেন টান। রবিবার মিন্টো পার্কে ইসকন মন্দিরে রথযাত্রার সূচনা করলেন মুখ্যমন্ত্রী। এখান থেকেই আলিপুরদুয়ারে আদ্যাপীঠ মন্দিরের উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'চোখের অপারেশন হয়েছে। চোখে জল লাগানো বারণ, তাও এলাম। পরের বার দিঘায় রথ হবে।'
রথযাত্রা (Ratha Yatra) উপলক্ষ্যে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশ নেন ডোনা গঙ্গোপাধ্যায়ের দীক্ষামঞ্জরীর ছাত্র-ছাত্রীরা। মিন্টো পার্কের অ্য়ালবার্ট রোড থেকে শুরু হয়ে হাঙ্গারফোর্ড স্ট্রিট, এজেসি বোস রোড সহ শহরের বিভিন্ন রাস্তা ঘুরে ইসকনের রথ পৌঁছয় ব্রিগেড প্য়ারেড গ্রাউন্ডে। ৭ দিন পর এখান থেকেই শুরু হবে উল্টোরথ যাত্রা।