Mamata Banerjee: ভোটার তালিকায় কারচুপি, কমিশনের নির্দেশ মানব না, হুঙ্কার মুখ্যমন্ত্রীর।
ABP Ananda Live: রাজ্য় ও কমিশনের সংঘাতে দেখা দেবে সাংবিধানিক সঙ্কট? ভোটার তালিকায় বেনিয়মের অভিযোগে শাস্তির খাঁড়া ঝুলছে ৪ জন রাজ্য় সরকারি অফিসারের ঘাড়ে! সাসপেন্ড করার পাশাপাশি তাঁদের বিরুদ্ধে FIR-ও দায়ের করতে বলেছে নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে কমিশনের কথা মানার পরিবর্তে সংঘাতের রাস্তায় হাঁটলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হলে যে ERO-AERO-দের ভূমিকা অত্য়ন্ত গুরুত্বপূর্ণ, তাঁদের পাশে দাঁড়িয়ে নিশানা করলেন নির্বাচন কমিশনকে। এই প্রেক্ষাপটে প্রশ্ন হল রাজ্য় সরকারি কি নির্বাচন কমিশনের 'সুপারিশ' উপেক্ষা করতে পারে? রাজ্য় সরকারের কি অভিযুক্ত ৪ অফিসারকে সাসপেন্ড না করার ক্ষমতা আছে? এনিয়ে আমরা কথা বলেছি প্রাক্তন মুখ্য় নির্বাচনী আধিকারিক জহর সরকার এবং কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তর সঙ্গে।




















