Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ফোঁটা নিতে পৌঁছে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়
ABP Ananda Live: প্রতি বছরের মতো এবারও কালীঘাটের বাড়িতে ভাইফোঁটার আয়োজন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফোঁটা নিতে পৌঁছে গেলেন সদ্য NKDA-র চেয়ারম্য়ান পদপ্রাপ্ত শোভন চট্টোপাধ্যায়। ফোঁটা নিলেন ফিরহাদ হাকিম, সুব্রত বক্সী, অরূপ বিশ্বাসরাও।
রাজ্যে ফের গ্রেফতার অনুপ্রবেশকারী, জালে ৫ বাংলাদেশি
রাজ্যে ফের গ্রেফতার অনুপ্রবেশকারী, জালে ৫ বাংলাদেশি। কোচবিহারের মেখলিগঞ্জে গ্রেফতার ৫ বাংলাদেশি। ভারতে অনুপ্রবেশের পর মেখলিগঞ্জে আশ্রয় নেয় ৫ বাংলাদেশি। মেখলিগঞ্জ থানার অভিযানে পাকড়াও। ধৃতরা বাংলাদেশের লালমণির হাটের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে উদ্ধার ভারত ও বাংলাদেশের সিম। বিহারের পর পশ্চিমবঙ্গেও, এবার ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে। আর এই আবহেই রাজনৈতিক তরজার কেন্দ্রে রয়েছে অনুপ্রবেশ ইস্যু। অনুপ্রবেশ ঠেকানো নিয়ে এবার রাজ্য় প্রশাসনের কোর্টেই বল ঠেলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ! এমনকী, অনুপ্রবেশকারী ঠেকাতে পশ্চিমবঙ্গে সোজা সরকার পরিবর্তনেরও ডাক দিয়েছেন তিনি। অন্যদিকে, অনুপ্রবেশ ইস্যুতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্যের পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল থেকে সিপিএম-কংগ্রেস-ও।


















