Congress News:RSS ছাড়া BJP দল ভারতবর্ষে ক্ষমতায় সেটা কেন্দ্র বা রাজ্য হোক টিকে থাকার সম্ভব না: অধীর
ABP Ananda Live: 'নরেন্দ্র মোদির অহংকারকে স্বীকৃতি দেয়নি। RSS মনে করেছে মোদির এই অহংকার চূর্ণ হওয়া দরকার। বিজেপি দল RSS-র গর্ভে জন্মেছিল, সেই গর্ভ থেকে বার হওয়ার চেষ্টা করলেও সেটা পারছে না। RSS ছাড়া বিজেপি দল ভারতবর্ষে ক্ষমতায় সেটা কেন্দ্র বা রাজ্য হোক টিকে থাকার সম্ভব না, সেটা বুঝে নির্বাচনের ফলাফলের পর থেকে মোদিজি মোহন ভাগবতের সঙ্গে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করছে', বললেন অধীর চৌধুরী।
ওড়িশায় ১টা ৫৪ নাগাদ নেরগুন্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় বেঙ্গালুরু-কামাখ্যা সুপারফাস্ট এক্সপ্রেসের ১১টি বগি। দুর্ঘটনার খবর মিলতেই সেখানে পৌঁছন ইস্টকোস্ট রেলওয়ের জেনারেল ম্যানেজার, খুড়দা রোডের ডিআরএম সহ রেলের একাধিক শীর্ষকর্তা। দুর্ঘটনাস্থলে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন ও মেডিক্যাল রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। লাইন না বগিতে সমস্যার কারণে দুর্ঘটনা ঘটেছে খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে রেলের তরফে।
ভারতীয় রেলওয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮.৫৫ মিনিটে এসএমভিটি বেঙ্গালুরে স্টেশন থেকে ১২৫৫১ ট্রেনটি যাত্রা করে। ট্রেনটি শনিবার রাত ১০.২২ মিনিটে বিজয়ওয়াড়া এবং আজ সকাল ১১.০২ মিনিটে ভুবনেশ্বরে পৌঁছয়। ওয়েবসাইটের তথ্য অনুসারে, ট্রেনটি সকাল ১১.৪৩ মিনিটে কটক রেলওয়ে স্টেশন থেকে তার যাত্রা শুরু করে। কটক থেকে এগিয়ে যাওয়ার পর, ট্রেনটি কেন্দ্রাপাড়া রেলওয়ে স্টেশন পেরনোর আগেই লাইনচ্যুত হয়।





















