CPM News: 'মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন না হেনস্থা নিয়ে কথা বলছেন, কেন?' প্রশ্ন সুজনের
ABP Ananda Live: 'TMC এবম BJP দুজনেই নির্বাচন এসে গেছে বলে পারস্পরিক এমনভাবে আলাপ আলোচনা এবং পথে নামার সিদ্ধান্ত নিচ্ছে যাতে একজন অন্যজনকে দোষারোপ করতে পারেন, সুবিধা করতে পারেন। মুখ্যমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে কথা বলছেন না হেনস্থা নিয়ে কথা বলছেন'। কটাক্ষ সুজনের।
উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে সরব হলেন রাজ্য বিজেপির নতুন সভাপতি শমীক ভট্টাচার্য। এদিন শিলিগুড়ির সভামঞ্চ থেকে উত্তরবঙ্গের জন্য বাজেট বরাদ্দের প্রসঙ্গ তুললেন তিনি। শমীক বলেন, "উত্তরবঙ্গের জন্য যে বাজেট বরাদ্দ, সেই বাজেট সর্বাধিক খরচ হয়েছে একবার...৪১ শতাংশ। বাদবাকি ২১ থেকে ২৪ শতাংশের মধ্যে এখন ঘোরাফেরা করে। আমি নিজে অল্পদিনের জন্য বিধায়ক ছিলাম। আপনাদের এখানকার (শিলিগুড়ির) মহানাগরিক যিনি জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে আছেন, তাঁর সামনে উত্তরবঙ্গের বাজেট ঘোষণা করা হল, আমি একা উঠে দাঁড়িয়ে চিৎকার করলাম যে, এই টাকায় উত্তরবঙ্গের কী হবে ? কিছু বামপন্থী বিধায়কও উঠে দাঁড়ালেন। তখন সিপিএমের শক্তি ছিল ভিতরে, কংগ্রেস এবং সিপিএম সবাই কিন্তু উঠে বলেছিল যে, এই টাকায় উত্তরবঙ্গের কী হবে। অনেক টানাপোড়েনের পর গৌতমবাবু (গৌতম দেব) হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, একটু বাড়ালে ভালো হয়। মানে, গলা দিয়ে আওয়াজ পর্যন্ত বেরোচ্ছে না।"

















