Cyber Fraud: ট্রাফিক পুলিশের নাম ভাঙিয়েও আর্থিক প্রতারণার ফাঁদ ! | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ট্রাফিক পুলিশের নাম ভাঙিয়েও আর্থিক প্রতারণার ফাঁদ পাতছে সাইবার জালিয়াতরা। বেলঘরিয়ার বাসিন্দা সোমনাথ ঘোষকে ট্রাফিক এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের নাম করে প্রতারণার চেষ্টার অভিযোগ। ঘটনার তদন্ত শুরু বলে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সূত্রে খবর।
আরও খবর....
আপাতত স্বস্তির খবর। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে, দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ বাড়বে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া জেলাতে ।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তার জেরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে । মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


















