DA Issue: বকেয়া DA-র দাবিতে ধর্না-অবস্থান আজ ২৮ দিনে পড়ল
বকেয়া DA-র দাবিতে অনশন মঞ্চে অসুস্থ হয়ে পড়লেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। তাঁকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান আজ ২৮ দিনে পড়ল। অনশনের ১৪ তম দিনে অসুস্থ সুজাতা সাহা নামে আরও এক আন্দোলনকারী। অন্যদিকে, বকেয়া DA-সহ একাধিক দাবিতে আজ ও কাল অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি পালন করার কথা ঘোষণা করেছে কলকাতা পুরসভার কর্মীদের বামপন্থী সংগঠন KMC ক্লার্কস ইউনিয়ন। বকেয়া DA-র দাবিতে আন্দোলনে অনড় রাজ্য সরকারি কর্মীরা। অবস্থান-বিক্ষোভ, অনশন, টানা ২ দিনের কর্মবিরতি, ধিক্কার দিবসের পর আগামী ১০ মার্চ রাজ্যের সমস্ত সরকারি অফিসে ধর্মঘটের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। ওই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকেও ধর্মঘটে সামিল হতে অনুরোধ করা হয়েছে।
![Suvendu Adhikari: কাল বিধানসভার গেটের সামনে ধর্নার সিদ্ধান্ত বিরোধী দলনেতার | ABP Ananda LIVE](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/17/a0d3589b05f8c7e6eeccea2f8308b0e61739793521155894_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)