Dana News: উপকূলের থেকে দূরত্ব কমছে দানার, কোমর বাঁধছে কাকদ্বীপ। ABP Ananda live
Cyclone News: বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। মোকাবিলায় এখন থেকেই চূড়ান্ত তৎপর প্রশাসন। বকখালি, ফ্রেজারগঞ্জ থেকে সরানো হয়েছে পর্যটকদের। বন্ধ কাকদ্বীপ থেকে সাগর পর্যন্ত ভেসেল পরিষেবা। মৎস্যজীবীদের জন্যও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। আর কয়েক ঘন্টার মধ্যে দানার ল্যান্ডফল, নিরাপদ আশ্রয়ে সরানো হচ্ছে উপকূলের বাসিন্দাদের। ঘূর্ণিঝড় ‘দানা’র সবথেকে বেশি প্রভাব পড়বে ওড়িশায়। ভদ্রক জেলার ধামারা ও কেন্দ্রাপাড়া জেলার ভিতরকণিকার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। ভদ্রকের ৮টি ব্লকের মধ্যে ২টি নিচু এলাকা রয়েছে। শুধুমাত্র ভদ্রকেই ৮০ হাজার মানুষকে স্থানান্তরিত করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। খোলা হয়েছে দেড়শোটি ত্রাণ শিবির। ভদ্রক ও কেন্দ্রাপাড়া ছাড়াও ময়ূরভঞ্জ, বালেশ্বর, জগৎসিংপুর, জাজপুর ও কটকে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা। ABP Ananda Live