Dilip Ghosh: 'প্রধানমন্ত্রীর সভায় আমাকে কোথায় রাখা হবে তাই নিয়ে অস্বস্তি হচ্ছিল', কী বললেন দিলীপ?
ABP Ananda LIVE : প্রধানমন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের দিনই দিল্লি গেলেন দিলীপ ঘোষ। বৈঠক করলেন জেপি নাড্ডার সঙ্গে। যদিও কী নিয়ে কথা, তা নিয়ে একটি শব্দও বললেন না। তিনি তাঁর পার্টিতে অস্বস্তি বোধ করছেন, এটা তো নিশ্চয়ই তাঁর উচ্চ নেতৃত্বকে জানাতে যাচ্ছেন, মন্তব্য় করেছেন শশী পাঁজা। এদিকে, শমীক ভট্টাচার্য বলছেন, দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং সক্রিয়ভাবে বিজেপিতেই থাকবেন।
বিধানসভা ভোট পরবর্তী হিংসায়, কাঁকুড়গাছির বিজেপির কর্মী অভিজিৎ সরকার খুনের মামলায় নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠাল CBI- এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দে-কেও ৩১ জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয়, তাতে এই পুলিশকর্মীদের নাম ছিল। CBI-এর চার্জশিটে নারকেলডাঙা থানার তৎকালীন OC শুভজিৎ সেন, তৎকালীন সাব ইনস্পেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামা-চাপা দেওয়া ও তথ্য়-প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়।

















